/anm-bengali/media/media_files/I3gPLxQtIf0YTx1BPtyZ.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান ৩ এর বিশাল সাফল্য দেশের মুকুটে নতুন পালক তো দিয়েইছে, একই সাথে দেশের সম্মান যেন আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে। বিদেশের মাটিতে থেকেই দেশের এই বিশাল সাফল্য উপলব্ধি করেছিলেন প্রধানমন্ত্রী। তাই তো দেশে ফিরতেই সেই সকল যোদ্ধাদের সাথে দেখা করলেন মোদি। আর সেই সাথে সাথে দেশ পেল আরও একটি গৌরব উজ্জ্বল দিন।
এবার থেকে ২৩ অগস্টকে পালন করা হবে ‘ন্যাশনাল স্পেস ডে’ হিসেবে। এদিন ইসরো থেকে এমনটায় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “ঐ দিন চাঁদের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছে ইসরো। তাই এবার থেকে ওই দিনটিই গোটা দেশে পালিত হবে ‘ন্যাশনাল স্পেস ডে’ বা ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে”।
#WATCH | "On 23rd August, India hoisted flag on the Moon. From now onwards, that day will be known as National Space Day in India", says PM Modi pic.twitter.com/K16gbmUT2T
— ANI (@ANI) August 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us