কেষ্ট পুরনো রূপে ফিরতেই তৎপর সিবিআই, গরুপাচার মামলায় নজরে সাক্ষীরা

তদন্তভার এই মুহুর্তে রয়েছে সিবিআইয়ের কাঁধে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
anubratajail

File Picture

নিজস্ব সংবাদদাতা: গরুপাচার মামলায় ২ বছর জেল খেটে এসেও এতোটুকুও দোর্দণ্ডপ্রতাপ স্বভাবটা বদলায়নি অনুব্রত মণ্ডলের। এখনও তাঁর মুখের ভাষা এবং তাঁর স্বভাব দুটোই চর্চায় রয়েছে। সম্প্রতি বীরভূম থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার জন্যে এখন একটু চাপেই রয়েছেন কেষ্ট। আর এবার তাঁর এই স্বভাব দেখতেই নড়েচড়ে বসলো সিবিআই।

cbi

গরুপাচার মামলার তদন্তভার এই মুহুর্তে রয়েছে সিবিআইয়ের কাঁধে। আর অনুব্রতর এই রূপ দেখে এই মামলায় যারা সাক্ষী রয়েছেন তাঁদেরকে ফোন করলেন সিবিআইয়ের আধিকারিকরা। কেননা সিবিআইয়ের আশঙ্কা অনুব্রতর অনুগামীরা সেই সকল সাক্ষীদের এবার হুমকি দিতে পারে। তাই যাতে সেই হুমকিতে সাক্ষীরা ভয় না পায়, একই সাথে তাঁদের ওপর কোনও বিপদ না এসে পড়ে, সেই জন্যেই এবার সাক্ষীদের সাথে ফোনে কথা বললো সিবিআই।