/anm-bengali/media/media_files/Q8DXzvIdtAwJpeydNSMH.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, লকারে সুরক্ষিত অবস্থায় রাখা রয়েছে টমেটো ও লঙ্কা। সেখান থেকেই বার করে নেওয়া হচ্ছে রান্নার জন্যে।
শুনতে বিষয়টি হাস্যকর লাগলেও এর বাস্তবটা ভীষণই ভয়ঙ্কর। কেননা টমেটো এমন একটি সবজি যা যেকোনও রান্নায় অনায়াসে দেওয়া যেতে পারে। এমনকি অনেকে মুড়ি দিয়ে মেখে পর্যন্ত খান। কেউ আবার স্যালাডে দিয়েই সম্পূর্ণ খাবার অনায়াসে খেয়ে নিতে পারেন। টমেটোর চাহিদা এরকমই।
কিন্তু চাহিদা থাকলেও হচ্ছেটা কি। টমেটোর দাম দিনে দিনে ডবল সেঞ্চুরির পথে হাঁটছে। রান্না ঘর থেকে উধাও এই পরিচিত সবজি। শেষ কয়েকটা সপ্তাহ তো প্রায় অনেকেই টমেটো কেনেনওনি।
কেউ কেউ আবার বলছেন, যে হারে টমেটোর দাম বাড়ছে, তাতে সোনা না তার থেকে সস্তা হয়ে যায়। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব খুচরো বাজারে টমেটোর দাম বেড়েছে, সেই সব বাজার চিহ্নিত করে সেখানে মান্ডি থেকে টমেটো পাঠানো হবে। তাতে আশা করা হচ্ছে দাম খানিকটা কমবে। কিন্তু এই সমস্যার সমাধান চিরতরে কীভাবে সম্ভব? কবেই বা মিলবে মুক্তি?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us