ব্রেকিং: এই মুহুর্তের বড় খবর, যাদবপুরে চাঞ্চল্যকর মোড়

যাদবপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে এবার গ্রেফতার করা হল ৬ জনকে। তার মধ্যে কি রয়েছে মূল অভিযুক্ত?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jucampus

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে ফের চাঞ্চল্যকর মোড়। রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে এবার গ্রেফতার করা হল আরও ৬ জনকে। বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার করা হয়েছে এই ৬ জনকে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৯। এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই ৬ জনের মধ্যে ৩ জন বর্তমান পড়ুয়া এবং ৩ জন প্রাক্তনী বলে জানা যাচ্ছে। তাদেরকে তাঁদের বাড়ির লোকেশন থেকে আটক করা হয়। পরে রাতভর জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হল এদেরকে। ঘটনার দিন থেকেই তারা বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে গা ঢাকা দেয় বলেও জানা যাচ্ছে।   

যা জানা যাচ্ছে, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।