Bratya Basu : 'লুকোচুরি' খেলার অছিলায় গোপন 'অভিসন্ধি'? বড় বিবৃতি দিলেন ব্রাত্য বসু

মিড ডে মিল (Mid Day Meal) নিয়েও অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সে ব্যাপারে এবার মুখ খুললেন ব্রাত্য বসু (Bratya Basu)। দীর্ঘ বক্তব্য পেশ করেছেন তিনি। পোস্টে ব্রাত্য জানিয়েছেন, রাজ্য সরকারের বক্তব্য যৌথ পর্যালোচনা কমিটির (JRM) রিপোর্টে স্থান পায়নি।

author-image
Pritam Santra
New Update
Bratya Basu

নিজস্ব সংবাদদাতাঃ মিড ডে মিল (Mid Day Meal) নিয়েও অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সে ব্যাপারে এবার মুখ খুললেন ব্রাত্য বসু (Bratya Basu)। বুধবার সামাজিক মাধ্যমে দীর্ঘ বক্তব্য পেশ করেছেন তিনি। পোস্টে ব্রাত্য জানিয়েছেন, রাজ্য সরকারের বক্তব্য যৌথ পর্যালোচনা কমিটির (JRM) রিপোর্টে স্থান পায়নি। কমিটির চেয়ারপার্সনকে এ ব্যাপারেও অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলে ব্রাত্যর পোস্টে অভিযোগ তোলা হয়েছে। ব্রাত্য বসুর পোস্টে আশঙ্কা প্রকাশ করে লেখা হয়েছে, "এই লুকোচুরি খেলাটার কী উদ্দেশ্য, যদি না এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্য কোনও অভিসন্ধি না থাকে?"