অভিষেককে মদন-ফিরহাদদের সঙ্গে খেলার পরামর্শ বিজেপির

'বিজেপির (BJP) সঙ্গে খেলতে দম লাগে', এমনটাই বলেছেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেই সঙ্গে তৃণমূলের (TMC) অভিষেক ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, "নিজের পার্টিতেই মদন (Madan MItra), ফিরহাদদের  (Firhad Hakim) সঙ্গে আগে খেলুক।"

author-image
Pritam Santra
New Update
sukanta uluberia

নিজস্ব সংবাদদাতাঃ 'বিজেপির (BJP) সঙ্গে খেলতে দম লাগে', এমনটাই বলেছেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেই সঙ্গে তৃণমূলের (TMC) অভিষেক ব্যানার্জীকে (Abhishek Banerjee) উদ্দেশ্য করে তিনি বলেছেন, "নিজের পার্টিতেই মদন (Madan MItra), ফিরহাদদের  (Firhad Hakim) সঙ্গে আগে খেলুক। তাদের সঙ্গে খেলতে পারছেন না। পরে বিজেপির সঙ্গে খেলবেন।" শুক্রবার শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও কুড়মিদের বিক্ষোভের আবহে অভিষেক বলেছিলেন, "আমি খেলা শেষ করব।" অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতেই এমনটা বলেছেন সুকান্ত।