নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিল্লিতে ৩ জন ছাত্রের মৃত্যু সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "এই বিষয়ে অবশ্যই দিল্লি সরকারের অবহেলা রয়েছে। আমাদের দেশে মানুষের প্রাণের কোনও দাম নেই।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
ঘরবাড়ি তৈরি যেভাবে হয় সেটাই যথাযথ নজর সরকারের দেওয়া উচিত। বেসমেন্টে জল জমতেই পারে। সেই জল বের করে দেবার জন্য পাম্পও থাকে।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
কিন্তু আমার মনে হয় সেই ব্যবস্থা ছিল না। আর সর্বোপরি মানুষের প্রাণের ব্যাপারে দিল্লি সরকারের অবহেলা রয়েছে।"
/anm-bengali/media/post_attachments/1c220d419797420691326e88b512fbbbf6642e980a13c7b7d94f7dc717aae5ee.webp)