আমাদের দেশে মানুষের প্রাণের কোনও দাম নেই

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিল্লিতে ৩ জন ছাত্রের মৃত্যু সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
tathagata roy11 .jpg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিল্লিতে ৩ জন ছাত্রের মৃত্যু সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "এই বিষয়ে অবশ্যই দিল্লি সরকারের অবহেলা রয়েছে। আমাদের দেশে মানুষের প্রাণের কোনও দাম নেই।

d

ঘরবাড়ি তৈরি যেভাবে হয় সেটাই যথাযথ নজর সরকারের দেওয়া উচিত। বেসমেন্টে জল জমতেই পারে। সেই জল বের করে দেবার জন্য পাম্পও থাকে।

tathagata roy

কিন্তু আমার মনে হয় সেই ব্যবস্থা ছিল না। আর সর্বোপরি মানুষের প্রাণের ব্যাপারে দিল্লি সরকারের অবহেলা রয়েছে।"

Adddd