বিজেপি করার অপরাধে হাসপাতালে ভর্তি এক মহিলা!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, কোচবিহারে এক মহিলা বিজেপি কর্মীকে নগ্ন করে নির্যাতন করার বিষয় প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, কোচবিহারে এক মহিলা বিজেপি কর্মীকে নগ্ন করে নির্যাতন করার বিষয় প্রসঙ্গে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ এক দানবিক তাণ্ডবের সাক্ষী হয়। বিরোধীদের কন্ঠরোধ করতে যে অত্যাচার তৃণমূল সেদিন শুরু করেছিল, তা আজও অব্যাহত।

publive-image

বাংলার মানুষ নির্বাচনের আগে সন্দেশখালি দেখেছেন, আর নির্বাচনের পরে কোচবিহার। এটাই তো বাংলার গণতন্ত্র। বিজেপিকে সমর্থন করায় কোচবিহারের এক মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। ঘটনাটা ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা বিধানসভায়। বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যা রোশনারা খাতুনকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়।

publive-image

এই নৃশংস ঘটনা রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায়কে মর্মাহত করেছে বলেই আমি মনে করি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন এবং আমার কাছে যে খবর এসেছে যে তিনি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। বিজেপি করার অপরাধে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আসলে বাংলার প্রতিটা গ্রাম আজ সন্দেশখালিতে পরিণত হচ্ছে, যেখানে বাংলার মেয়েরা মায়েরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছেন। এবার দেখার দলদাস প্রশাসন বিষয়টিকে কোন দিকে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজনৈতিক হিংসা এবং মহিলাদের নিরাপত্তা গোটা ভারতবর্ষের কাছে একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।"

Adddd