New Update
/anm-bengali/media/media_files/wWIJ9kgbiyCNYbyVeYR1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সাম্প্রতিককালে, ঘটে চলা বেশ কিছু বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে একটি বিষয় হল আধার কার্ড। সম্প্রতি, আধার কার্ড বাতিলের এক বিষয় সামনে এসেছে। এই প্রশ্নের উত্তরে তিনি তিনি জানিয়েছেন যে, '' পশ্চিমবঙ্গে একজন মানুষেরও আধার কার্ড যদি ডিএক্টিভ হয়ে থাকে আমাকে জানান। তার আধার কার্ড একটিভ করে দেওয়ার দায়িত্ব আমার। ''
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us