ধনেখালিতে সভা করবেন লকেট

আজ ধনেখালিতে সভা করবেন হুগলী লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
locket-chatterjee-pti_625x300_03_July_19-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: ২০ মে পঞ্চম দফার ভোট পর্ব অনুষ্ঠিত হবে হুগলী লোকসভা কেন্দ্রে।

1648156144_locket-chatterjee.jpg

এই আবহেই হুগলী লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার আজকের কর্মসূচি পোস্ট করলেন তারই সমাজমাধ্যমে।

LOCKET.jpg

আজ, ধনেখালির, গুড়াপ বেলতলা বাজারে নির্বাচনী সভা করবেন তিনি। 

Add 1