New Update
/anm-bengali/media/media_files/p6Z3d4AlIFc6gHf6C1AA.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এখনো ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত করা হয়েছে প্রথম তালিকায় ৪২ জনের নাম। সূত্র মারফত জানা গেছে সেই তালিকায় নাম প্রকাশিত হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন অভিনেতা তথা খড়্গপুরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। আর তার নাম প্রকাশিত হতেই ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেই নির্বাচনী প্রচার।
জানা গেছে আজ ১০ মার্চ দাসপুর বিধানসভার অন্তর্গত কিশোরপুর এলাকায় জনসংযোগ যাত্রা করলেন ওই এলাকায় জাগ্রত তেতুলবুড়ি মন্দির পূজো দিয়ে জনসংযোগ যাত্রা করে মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে। ওই জনসংযোগ যাত্রা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একেবারে ঘাটালের বর্তমান সাংসদকে কটাক্ষ করলেন সঙ্গে তুলনা করলেন রাজ্যে শাসকদলের উপর।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us