New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/9XYXF003Gmjuwo1cDyx8.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় ট্যুইট করলেন বাংলারই জনপ্রিয় নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
তিনি ট্যুইট করে লিখেছেন, "মমতাকে বিশ্বাস করা আর একটা গাছের ডালে বসে সেই ডাল কাটা , দুটোই এক। ২০১১ থেকে মমতা শুধুমাত্র প্রতারণা করে গেছে আর তৃণমূল সমর্থকরা মিডিয়াতে এসে লাফিয়ে যায় । যাদের ভাতের হাড়ি চড়ে চুরির টাকায় তারা এত বকবক করে কি করে?" মমতা ব্যানার্জির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
মমতাকে বিশ্বাস করা আর একটা গাছের ডালে বসে সেই ডাল কাটা , দুটোই এক।
— Tarunjyoti Tewari (@tjt4002) May 16, 2025
২০১১ থেকে মমতা শুধুমাত্র প্রতারণা করে গেছে আর তৃণমূল সমর্থকরা মিডিয়াতে এসে লাফিয়ে যায় । যাদের ভাতের হাড়ি চড়ে চুরির টাকায় তারা এত বকবক করে কি করে? pic.twitter.com/dLlMOI84vd
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us