মমতাকে বিশ্বাস  করা আর একটা গাছের ডালে বসে সেই ডাল কাটা, দুটোই এক- অন্য কেউ নয়, বললেন বাংলারই এই জনপ্রিয় নেতা

কি বললেন বাংলার নেতা?

author-image
Aniket
New Update
mamata banerjee laugh

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় ট্যুইট করলেন বাংলারই জনপ্রিয় নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

z

তিনি ট্যুইট করে লিখেছেন, "মমতাকে বিশ্বাস  করা আর একটা গাছের ডালে বসে সেই ডাল কাটা , দুটোই এক। ২০১১ থেকে মমতা শুধুমাত্র প্রতারণা করে গেছে আর তৃণমূল সমর্থকরা মিডিয়াতে এসে লাফিয়ে যায় । যাদের ভাতের হাড়ি চড়ে চুরির টাকায় তারা এত বকবক করে কি করে?" মমতা ব্যানার্জির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।