ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং সাগরপাড়া দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিল। তাদের নাম কেরামত মাল ও সালাম বেদ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Bangladeshi Arrested

নিজস্ব সংবাদদাতা: দুজন অনুপ্রবেশকারী বাংলাদেশীকে (Bangladeshi) গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময়, দুজন ব্যক্তিকে সন্দেহ হয় সাগরপাড়া পুলিশের, তারপরেই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে, সঠিক উত্তর না দিতে পারায়, পুলিশের সন্দেহ বেড়ে যায়, ধৃতদের জিজ্ঞেসাবাদ করা হয় তারা কি করতে ভারতে এসেছিল? কি উদ্দেশ্য ছিল তাদের? কোথায় যাচ্ছিল কোনো উত্তর না দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়।*

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা, তারপরই তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা এঁকেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে, যদিও তার আগেই তারা গ্রেফতার হলেন সাগরপাড়া থানার পুলিশ হাতে, পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম কেরামত মাল ও সালাম বেদ, তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়।