১৮৫৫ সালের ঘটনা, শুনলে গায়ে কাঁটা দেবে...

 'মন কি বাত'-এর ১১১তম পর্বে  'হুল দিবস' সম্পর্কে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
pmmodi.jpg

নিজস্ব সংবাদদাতা: 'মন কি বাত'-এর ১১১তম পর্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আজ, ৩০ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের আদিবাসী ভাই ও বোনেরা এই দিনটিকে 'হুল দিবস' হিসাবে উদযাপন করে। এই দিনটি বীর স্বাধীনতা সংগ্রামীদের সাহসের সঙ্গে জড়িত।

pm modio1.jpg

বিদেশী শাসকদের অত্যাচারের তীব্র বিরোধিতাকারী সিধু ও কানহু হাজার হাজার সাঁওতালি সঙ্গীকে একত্রিত করে সর্বশক্তি দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আপনারা কি জানেন এটা কবে হয়েছিল? 

Hul Diwas 2022: जमींदारी व महाजनी शोषण के खिलाफ आदिवासियों के विद्रोह की  कहानी हूल दिवस

এই ঘটনাটি ১৮৫৫ সালে ঘটেছিল। ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের কয়েক বছর আগে, ঝাড়খণ্ডের সাঁথাল পরগানায় আমাদের আদিবাসী ভাই-বোনেরা বিদেশী শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল।"

Adddd