ভয়াবহ, বিমানবন্দরে জনতার হামলা, মুহূর্তে সব শেষ! আহত ১০

রাশিয়ার বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিব থেকে একটি বিমান আসার পর দক্ষিণ রাশিয়ার একটি বিমানবন্দরে জনতার হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দাগেস্তান প্রজাতন্ত্রের মাখাচকালা উয়তাশ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রবিবার 'অজ্ঞাত ব্যক্তিরা' বিমানবন্দরে প্রবেশ করায় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে ও বাইরে লোকজনের ভিড়, কেউ ফিলিস্তিনি পতাকা উত্তোলন করছে, কেউ কেউ আন্তর্জাতিক টার্মিনালের বন্ধ দরজা দিয়ে জোর করে প্রবেশ করছে। জানা গিয়েছে, রবিবার তেল আবিব থেকে একটি বিমান অবতরণের পর জনতা বিমানবন্দরে প্রবেশ করে।

সূত্রে খবর, যারা জড়ো হয়েছে তারা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিরোধিতা করে। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তেল আবিব থেকে রেড উইং এয়ারলাইন্সের ফ্লাইটটি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে অবতরণ করে। 

hire