কংগ্রেস বিজেপির কাছে প্রধান সমস্যা নয়!

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-র বিজেপি বিরোধী মন্তব্য সম্পর্কে মুখ খুললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
duiuoijj

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-র বিজেপি বিরোধী মন্তব্য সম্পর্কে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "বিজেপি নানান মুখ্য বিষয়গুলির সাথে জড়িত, যেমন- জনগণকে বিদ্যুৎ প্রদান করা, জনগণকে কর্মসংস্থান দেওয়া। কংগ্রেস মনে করে তারা বিজেপির কাছে প্রধান সমস্যা, কিন্তু আমরা তা মনে করি না।

himanta editted .jpg

আমাদের জন্য, বেকারত্ব, জম্মু-কাশ্মীর, নকশাল এবং ইউসিসি এগুলো প্রধান ভাবনা-চিন্তার বিষয়।"

HimantaBiswa.jpg

Add 1