New Update
/anm-bengali/media/media_files/KXn5avgxv1NPntHIvkx3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শান্তির বার্তা দিলেন আরাবুল ইসলাম। শুনতে অবাক লাগলেও নির্বাচনের আগে এমনই ভাবে ধরা দিলেন ভাঙড়ের ত্রাস আরাবুল। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল ইসলাম বলেছেন, “মারপিটের দরকার নেই। দেওয়াল লিখন নিয়ে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়। সবাই শান্তি বজায় রাখুন”।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি হঠাৎ করে এই বার্তা দিলেন?
আসলে এর পিছনে রয়েছে অন্য আরও একটি কারণ। ভাঙড়ের মাঝেরহাট গ্রামে বিধায়ক নওশাদ সিদ্দিকির পাড়ায় তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুই দলের মধ্যেই উত্তেজনা ছড়ায়। কিন্তু এই মুহুর্তে কিছু করতে গেলে তা রাজ্য নির্বাচন কমিশনের নজরে আসবে। তাই নিজের দলের কর্মীদের শান্তি বজায় রাখতেই বলেন আরাবুল ইসলাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us