/anm-bengali/media/media_files/k2FWDByE7XNsdlfHG7D5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা হল ৭। মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগে এখন ধরপাকড় শুরু হলেও মূল ঘটনা দু’মাস আগের। গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়। তাদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিস্ক্রিয় ছিল।
কিছুদিন আগে ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। মণিপুরের ঘটনায় নিন্দায় সরব হন নানা মহল। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার নিন্দা করেন। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় প্রথম গ্রেফতারি হয় গত ২০ জুলাই। পরে ওই দিনই আরও তিন অভিযুক্ত ধরা পড়েন। এরপর শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ওই দিনই পুলিশের হাতে গ্রেফতার হয় ষষ্ঠ অভিযুক্তও, তবে সে নাবালক। আর এবার গ্রেফতার হল সপ্তম অভিযুক্ত।
গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর কর্মসূচী ঘিরে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। আর তারপরই নাকি ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।
এই ঘটনায় মণিপুরের ‘ডবল ইঞ্জিন’ সরকারকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের দাবিতে সরব হয় বিরোধীরা। এমনকি এই মুহুর্তে এই ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। দুই কক্ষেই লাগাতার চলছে বিক্ষোভ, দফায় দফায় মুলতুবি হচ্ছে অধিবেশন। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি বিরোধী সাংসদরা।
অন্যদিকে, অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন করেছেন সমাজ কর্মী আন্না হাজারে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়াল সহ প্রমুখরা। গত ৩ মে থেকে মণিপুরে চলা জাতিগত হিংসায় এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us