আজও ঝরছে রক্ত! নিহত যুবকের ভিডিও ট্যুইট করে বিস্ফোরক অমিত মালব্য

কালিয়াগঞ্জে নিহত যুবকের ভিডিও ট্যুইট করে বিস্ফোরক অমিত মালব্য। তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে।

author-image
Pallabi Sanyal
New Update
amit malviya

অমিত মালব্য

নিজস্ব সংবাদদাতা : কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবারের লোকেরা।  নিহতের বুকে আঁছড়ে পড়ে স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক নিকট আত্মীয়। বেদনাদায়ক ভিডিওটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির অমিত মালব্য। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে যে অগণতান্ত্রিক রক্তপাত শুরু হয়েছিল, তা আজ অবধি চলছে।'' একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগও তুলেছেন তিনি। ঠান্ডা মাথায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার।