বায়ুদূষণের মাত্রা বাড়ায় নতুন রোগের আশঙ্কা কলকাতাতে

নয়া রোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা শহরে এক নয়া রোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সূত্রের খবর যে, বাতাসে ওজোন স্তরের বৃদ্ধি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ফুসফুসের সমস্যা হতে পারে। 

কলকাতায় দূষণের মাত্রা হার মানাল দিল্লিকেও | on tuesday, kolkata was worlds  worst polluted city - Bengali Oneindia

চিকিৎসাবিজ্ঞানীরা জানাচ্ছেন যে, বায়ু দূষণের ফলে বাতাসের ওজোন স্তরে ফুটো হয়েছে। যা পরিবেশের জন্য ক্ষতিকর। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে মানবদেহের ফুসফুসে তা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে যে এই নতুন রোগের শিকার হবে শিশু ও বয়স্করা। 

Kolkata Pollution: দিল্লিকে টপকে যাচ্ছে কলকাতা, কোথা থেকে আসছে এই দূষণ? |  Indian Express Bangla

Add 1