ফের মৃত্যু! ডেঙ্গিতে

নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছিলেন উমা সরকার। প্রথমে তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dengue

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র পর এবার ডেঙ্গিতে আক্রান্ত এক মহিলার মৃত্যুর খবর সামনে এল। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে উমা সরকারের মৃত্যু হয় বলে খবর।

নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছিলেন উমা সরকার। প্রথমে তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে প্রথমে কল্যাণী জেএনএম হাসপাতাল ও পরে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়। তবে এতোকিছুর পরেও তাঁর শারীরিক অবস্থার অবনতিই হতে শুরু করে। বেলেঘাটা আইডিতে তিনি সিসিইউ-তে ভর্তি ছিলেন। মাল্টি অর্গ্যান বিকল হয়েই মৃত্যু হয়েছে তাঁর বলে জানা যাচ্ছে।