New Update
/anm-bengali/media/media_files/jj9dby5bdaeQkkH1WQEN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির মরশুম কেটে যাচ্ছে ধীরে ধীরে। ফের ফিরছে অস্বস্তি। ভোরের দিকে ঠান্ডার পরশ থাকলেও একটু সকাল হতেই বেশ টের পাওয়া যাচ্ছে গরমের উপস্থিতি। টানা দু’দিন মেঘলা পরিবেশে কাটিয়ে আজ সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। আর তাতেই বোঝা যাচ্ছে, বেলা বাড়লে গরম বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ফের অস্বস্তি বাড়বে বঙ্গে। ভ্যাপসা গরম ভোগ করতে হবে বাংলার মানুষদের। মূলত, বলা ভালো, দক্ষিণবঙ্গেই বাড়বে অস্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে উত্তরবঙ্গকে সতর্ক থাকতে হবে। কেননা ভূমিধ্বসের সম্ভাবনাও সেক্ষেত্রে বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us