ফের জোরালো ঘূর্ণাবর্ত হাজির বঙ্গের দোরগোড়ায়, জারি কমলা সতর্কতা

কলকাতাবাসীদের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi monsoon.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গের আকাশে ফের জমছে দুর্যোগের মেঘ। সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার রাতের দিকে দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। এছাড়াও, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতাবাসীদের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী চার দিন ধরেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, যদিও বৃহস্পতিবার বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি হতে পারে।

Darjeeling-Monsoon-4.jpg

উত্তরবঙ্গের জেলাগুলিও রয়েছে সতর্ক তালিকায়। বুধবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, মালদহ, দিনাজপুর ও আলিপুরদুয়ারেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১ অগস্টে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে, শুধু কোচবিহার ও আলিপুরদুয়ার কিছুটা রেহাই পেতে পারে। ২ অগস্টে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে জারি হয়েছে কমলা সতর্কতা— অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা থাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।