ডিম
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন-সহ অন্যান্য জরুরি উপাদান আছে বলে এটি একটি সুষম খাদ্য। ডিমে থাকে ‘কোলিন’ নামের একটি উপাদান যা মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। অন্য দিকে, দুধ ও দু্গ্ধজাত খাদ্যে থাকে ভিটামিন ডি। এই ভিটামিন স্নায়ুকোষের আয়ু বাড়িয়ে তোলে।