New Update
/anm-bengali/media/media_files/Zm2nzvAohORUAnKq8ZNs.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ডোমিনিকান রিপাবলিকের একটি পানশালায় ট্রাক ঢুকে পড়লে অন্তত ১১ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক হুয়ান সালাস জানান, রবিবার ভোরে রাজধানী সান্তো ডোমিঙ্গোর পশ্চিমে আজুয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে
পুলিশের মুখপাত্র দিয়েগো পেসকুয়েইরা জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ সার্জেন্ট রয়েছে।
পেসকুয়েইরা বলেন, "ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। অ্যাভোকাডো পরিবহনকারী ট্রাকে এক যাত্রীকে আটক করেছে পুলিশ। আহতদের অধিকাংশকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us