New Update
/anm-bengali/media/media_files/ZNH5Cuy1VEMX6mMIWWCz.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ লোকসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামের নয়াগ্রামের মরিচ বুথের গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী সহ ১০০টি পরিবার নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
জানা গেছে, নয়াগ্ৰাম ব্লকের ৫ নং অঞ্চলের আমলাকড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে আয়োজিত হল প্রতিবাদ মিছিল। এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে মরিচ বুথের গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী সহ ১০০ টি পরিবার নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ,অঞ্চল সভাপতি শঙ্কর হাঁসদা সহ অন্যান্য নেতৃত্বরা।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us