/anm-bengali/media/media_files/lu0u8OpYBuH7DJlO0sGG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি করণের কফির আড্ডায় এসেছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। সেখানে তার বলা কিছু কথার ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ওরহান আওয়াত্রামানিকে সবাই ওরি বলেই চেনেন।
এদিন করণের কফির আড্ডায় ওরি এসে একাধিক বিষয়ে কথা বলেন। আর তার মধ্যে কিছু কথা একদিকে যেমন করণকে হাসিয়েছে তেমনই তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। এই ২৪ বছর বয়সী সোশ্যাল মিডিয়া সেনসেশন, যাঁকে হামেশাই কোনও না কোনও তারকার গা জড়িয়ে ছবি তুলতে, পার্টিতে দেখা যায় তিনি এদিন যা যা বলেছেন তাতে কেবল করণ নন, স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরাও।
ওরি সাফ সাফ ভাষায় জানান উত্থান থাকলে পতন হবেই। তাঁর উত্থান যেমন দ্রুত গতিতে হয়েছে, তেমনই তাঁর পতনও আবশ্যক হবে। কিন্তু টুইস্ট হল ওরি নিজেই নিজের পতনের, থুড়ি ডিজিটাল মৃত্যুর ব্যবস্থা করছেন। এটা শুনে হতচকিত হয়ে যান করণ। একই সঙ্গে তিনি এদিন লোকজন যে তাঁকে ১৫ মিনিটের খ্যাতি বলে ডাকে সেটা বিষয়েও কথা বলেন। এবং জানিয়ে দেন, অন্য কারও বদলে নিজেই নিজের পতনের পরিকল্পনা করছেন। কেবল সঠিক আইডিয়ার অপেক্ষা করছেন বলেও তিনি এদিন জানান। একই সঙ্গে ওরি জানান তাঁর অফিসে তাঁর মতো একাধিক মিনিয়ন আছে যাঁরা তাঁর মতো পোশাক পরে, ভাবে, কাজ করে। তাঁরাই তাঁর হয়ে পরিকল্পনা করেন। কী করে তিনি খবরের শিরোনামে থাকবেন, কী করে তাঁর পতন হবে তাঁরা সকলে মিলে ঠিক করেন।
Karan tried his best to make fun of whatever he was saying, but the answers were so unsettling even for him, this segment almost felt like a Black Mirror episode#KoffeeWithKaranpic.twitter.com/P7g8isHjPF
— Raymond. (@rayfilm) January 18, 2024
ওরির এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। তাঁকে প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কোন নেশা করেন ভাই?' আরেকজন লেখেন, 'এটা কী বলে দিল? ওর তো বলিউডে থাকা উচিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমি বিশ্বাস করতে পারছি না আমি এই ৭ মিনিট ২১ সেকেন্ডের ভিডিয়ো দেখেও আফসোস করছি না। কী দারুণ বলল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us