‘কান্তারা’ ছবির ‘মিমিক্রি’ করতে গিয়ে বড় বিপদে পড়লেন রণবীর সিং

ক্ষমা চাওয়া ফৌজদারি দায় মুছে ফেলতে পারে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ranvir

File Picture

নিজস্ব সংবাদদাতা: কান্তারার একটি দৃশ্য নকল করার জন্য অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল এবার। এই প্রসঙ্গে অ্যাডভোকেট প্রশান্ত বেথাল এদিন বলেন, “বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ক্ষমা চাওয়া আইনি প্রতিরক্ষা নয়। ক্ষমা চাওয়া ফৌজদারি দায় মুছে ফেলতে পারে না। তাকে শাস্তি পেতে হবে। তথ্যের অজ্ঞতা অজুহাতযোগ্য, এবং আইনের অজ্ঞতা অজুহাতযোগ্য নয়। আমি অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে হাই গ্রাউন্ডস থানায় বিএনএস ধারা 302, 299 এবং 354 এর অধীনে অভিযোগ দায়ের করেছি। তিনি কর্ণাটকের জনগণের অনুভূতিতে আঘাত করেছেন; এটি তাদের ধর্মীয় অনুভূতি। তাই, তাকে শাস্তি দেওয়া উচিত”।

kantara