বিশ্বজুড়ে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে

আর বলাই বাহুল্য শাহরুখ খানের ছবির সামনে আরও একটি সুযোগ চলে এল লাফিয়ে লাফিয়ে আরও বেশি আয় করার জন্য। আবারও নতুন রেকর্ড। ছবিকে ব্লকব্লাস্টার ঘোষণা করা হয়েছে। আর এদিকে দেখতে দেখতে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে।

জওয়ান ২৮ কোটি টাকা আয় করেছে বৃহস্পতিবার

ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালা জানিয়েছেন বিশ্বজুড়ে জওয়ান ২৮ কোটি টাকা আয় করেছে বৃহস্পতিবার। একই সঙ্গে ছবি রিলিজ থেকে আজ পর্যন্ত কবে কত টাকা আয় করেছে এই ছবি সেই হিসেব দেখিয়েছেন।

লেখেন, জওয়ান, শাহরুখ খান, নয়নতারা, অ্যাটলি

লিখেছেন, 'জওয়ানের বিশ্বজুড়ে আয়। শাহরুখ খানের ছবি ৭০০ কোটির থেকে আর একটু দূরে।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, জওয়ান, শাহরুখ খান, নয়নতারা, অ্যাটলি।