ভারতে আর বাংলাদেশে একই দিনে মুক্তি পেয়েছে

এই প্রথম বলিউডের কোনও ছবি ভারতে আর বাংলাদেশে একই দিনে মুক্তি পেয়েছে। প্রথম দিকে সেন্সর জটে আটকে যাওয়ায় সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৭ সেপ্টেম্বর পদ্মাপারে এই ছবির মুক্তি ঘিরে। তবে কেটে যায় সব জট। বৃহস্পতিবার আনকাট সেন্সর পায় পাঠান বাংলাদেশে।

৪৮টি সিনেমা হলে ২৩৭টি শো

সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর জানিযেছেন যে ৪৮টি সিনেমা হলে ২৩৭টি শো রয়েছে সিনেমাটির। এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিনও।

গ্রুপ ট্রু এসআরকিয়ান্স বিডি

বৃহস্পতিবার শাহরুখের ভক্তের তৈরি করা একটি গ্রুপ ট্রু এসআরকিয়ান্স বিডি-র তরফে একটি আস্ত হল ভাড়া করা হয়েছিল। এর আগে শাহরুখ খানের পাঠান ছবিটিও ভালো ফল করেছিল বাংলাদেশে।