প্রসবের পরে ১০ দিনে ১০ কেজি ওজন ঝরালেন নায়িকা! এও সম্ভব?

সদ্য মা হয়েছেন অভিনেত্রী গওহর খান। ১০ মে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। তবে আশ্চর্য করার বিষয়টি হল সন্তানের জন্মের পর মাত্র ১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
প্রসবের পরে ১০ দিনে ১০ কেজি ওজন ঝরালেন নায়িকা! এও সম্ভব?

নিজস্ব সংবাদদাতা: ১০ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী গওহর খান। এরপর ইনস্টাগ্রামের পাতায় নিজের একটি ছবি ভাগ করে নেন, যা দেখে চমকে উঠেছেন অনুরাগীরা। সন্তানধারণের সময় স্বাভাবিক কারণেই বেশ খানিকটা ওজন বাড়ে। সন্তানপ্রসবের পর ১০ দিনের মাথায় ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। একটি নিজস্বী শেয়ার করেন। লিখেছেন, ‘‘১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছি, আরও ৬ কেজি কমাতে হবে!’’ সঙ্গে পর্যাপ্ত জল পান করার এবং পর্যাপ্ত ঘুমোনোর টিপস দিলেন তিনি।