জন্ম
১৯৪০ সালে লারকানায় জন্ম কুমার সাহানির। স্বাধীনতার পর বম্বে (অধুনা মুম্বই) চলে আসে তাঁর পরিবার।
১৯৪০ সালে লারকানায় জন্ম কুমার সাহানির। স্বাধীনতার পর বম্বে (অধুনা মুম্বই) চলে আসে তাঁর পরিবার।
কলকাতাতেই জীবনাবসান ঘটে জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালকের।
পরিচালকের অনন্য সৃষ্টির মধ্যে রয়েছে ‘খেয়াল গাথা’, ‘কসবা’, ‘চার অধ্যায়’।