ফিরছে দেব পরাণ

টনিকের পর পরাণ বন্দ্যোপাধ্যায়কে আবার দেবের সঙ্গে দেখা যাবে। তবে না, টনিকে যে গল্প দেখা গিয়েছিল তেমন কিছুই এখানে দেখানো হবে না। ফলে এটা কোনও সিক্যুয়েল হচ্ছে না। বরং এবারের শীতে দর্শকদের জন্য ওঁরা আনছেন আদ্যোপান্ত এক পারিবারিক ছবি।

author-image
New Update
Dev

নিজস্ব সংবাদদাতা: টনিকের পর পরাণ বন্দ্যোপাধ্যায়কে আবার দেবের সঙ্গে দেখা যাবে। তবে না, টনিকে যে গল্প দেখা গিয়েছিল তেমন কিছুই এখানে দেখানো হবে না। ফলে এটা কোনও সিক্যুয়েল হচ্ছে না। বরং এবারের শীতে দর্শকদের জন্য ওঁরা আনছেন আদ্যোপান্ত এক পারিবারিক ছবি।


অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেব অর্থাৎ প্রযোজক, পরিচালক এবং অভিনেতা মিলে ইতিমধ্যেই টনিক, এবং প্রজাপতির মতো দুটো সুপারহিট ছবি দিয়ে দিয়েছেন।