অশুভ নজর! চোট পেলেন অনুপম খের

সিনেমা প্রেমীদের জন্য দুঃসংবাদ। শ্যুটিং চলাকালীন কাঁধে চোট পেলেন বর্ষীয়ান অভিনেতা অনুপেম খের। নিজের ইনস্টা ও ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা।

author-image
Pallabi Sanyal
22 May 2023 | আপডেট করা হয়েছে 23 May 2023
অশুভ নজর! চোট পেলেন অনুপম খের

নিজস্ব সংবাদদাতা :  সিনেমা প্রেমীদের জন্য দুঃসংবাদ। শ্যুটিং চলাকালীন কাঁধে চোট পেলেন বর্ষীয়ান অভিনেতা অনুপেম খের। বিজয়-৬৯-এর সেটে ঘটেছে ঘটনাটি। নিজের ইনস্টা ও ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। তার কাঁধ থেকে হাত পর্যন্ত রয়েছে স্লিং, মুঠোয় রয়েছে একটি বল। কাঁশি হলে কাঁধে ব্যথা অনুভূত হলেও ছবি তোলার সময়ে মুখে যে আলতো হাসি দেখাল যাচ্ছে তা অকৃত্রিম বলেই জানিয়েছেন অভিনেতা। ট্যুইট বার্তায় ছবির ক্যাপশানে তিনি লেখেন, ''আপনি স্পোর্টস সিনেমায় অভিনয় করবেন অথচ  আপনার আঘাত লাগবে না তা কি করে হয়?রবিবার  শুটিং চলাকালীন কাঁধে গুরুতর চোট লেগেছে। যন্ত্রণা হচ্ছে। তবে যে ভাই কাঁধে স্লিং লাগিয়ে দিয়েছিলেন তিনি যখন বলেছিলেন যে তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের কাঁধেও এইভাবে স্লিং লাগিয়েছেন তখন জানি না কেন ব্যথাটা কমে গেল। আমি যদি একটু কাশি তাহলে যন্ত্রণার কারণে আমি চিৎকার করে ফেলব। ফটোতে হাসির চেষ্টা অকৃত্রিম।কয়েকদিন পর থেকে আবার শুটিং শুরু হবে। মা যখন দুর্ঘটনার কথা শুনলেন, তিনি বললেন, 'গোটা দুনিয়াকে আরো তোমার শরীর দেখাও। অশুভ নজর লেগেছে। আমি মাকে বললাম,যুদ্ধের ময়দানে শুধু যোদ্ধারা পড়ে। হাঁটু মুড়ে হাঁটলে তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি?' চর মারতে গিয়েও থেমে যান মা।''