পথ দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেত্রীর!

পথ দুর্ঘটনায় মৃত্যু হল 'সারাভাই ভার্সেস সারাভাই' অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের।

author-image
Aniruddha Chakraborty
24 May 2023
পথ দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেত্রীর!

নিজস্ব সংবাদদাতাঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 'সারাভাই ভার্সেস সারাভাই' অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। ধারাবাহিকে তিনি জ্যাসমিনের ভূমিকায় অভিনয় করতেন। মঙ্গলবার ভোরের দিকে হিমাচল প্রদেশে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩২। আপাতত অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন পরিবার। বুধবার, সকাল ১১টা নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রযোজক অভিনেতা জেডি মাজেঠিয়া, 'সারাভাই ভার্সেস সারাভাই টেক ২' ধারাবাহিকে বৈভবীর সঙ্গে কাজ করতেন, তিনি এই খবর নিশ্চিত করেন। তিনি জানান যে রাস্তার বাঁক ঘোরাতে গিয়ে অভিনেত্রীর গাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে অভিনেত্রীর হবু স্বামীও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

সহ-অভিনেত্রীর প্রয়াণের খবর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জেডি মাজেঠিয়া। তিনি বলেন, 'এটি অবিশ্বাস্য, দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। জীবন যে কতটা অনিশ্চিত তা অবিশ্বাস্য।'