পুজো ফ্যাশনে সঙ্গী হোক ডিজাইনার পাঞ্জাবি

পুজোর কয়েকটা দিন ভালো থাকার, ভালো পড়ার এবং ভালো খাওয়ারই দিন। তাই পোশাক খুব গুরুত্বপূর্ণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
punjabi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। এর মধ্যেই পুজোর ফ্যাশন নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। ছেলেদের পোশাক হোক কি মেয়েদের পোশাক। পুজোর পোশাকে আলাদাই ব্যাপার থাকে। পুজোর কয়েকটা দিন ভালো থাকার, ভালো পড়ার এবং ভালো খাওয়ারই দিন থাকে। তাই পোশাক খুব গুরুত্বপূর্ণ।

এবারে ছেলেদের ট্রেন্ড বলছে স্টাইলিস্ট পাঞ্জাবি। এমনিতেও পুজোর কয়েকটা দিন ছেলেরা পাঞ্জাবি পরতে ভালোবাসেন। এবার পাঞ্জাবি ট্রেন্ডে থাকছে হাতে আঁকা ডিজাইনার পাঞ্জাবি। জিন্স কিংবা পাজামার সঙ্গে পড়তে পারেন এই পাঞ্জাবী। আর হ্যাঁ অবশ্যই ঘড়ি পড়তে কিন্তু ভুলবেন না। তাহলেই প্রিয়তমার কাছ থেকে ১০-এ ১০ পাওয়া নিশ্চিত।