"কল্প ঋতুর গল্প গাথা"! পুজোয় কল্পনার নতুন ঋতু আনছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন

এবার এই ক্লাব কি চমক রাখছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
hindus

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও অনন্য ভাবনা হিন্দুস্তান পার্ক সার্বজনীনের। এবার তারা তুলে ধরবে "কল্প ঋতুর গল্প গাথা"। 

এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন হিন্দুস্তান পার্ক সার্বজনীনের সেক্রেটারি সুতপা দাসের সঙ্গে। তিনি জানান থিম নিয়ে বিস্তারিত। সুতপা দেবী জানান, "এটা হচ্ছে কল্পনার একটা ঋতু। আমাদের ছয়টা ঋতু আছে। যুদ্ধ ধ্বংসের প্রতীক, ভালবাসা ও মানবিকতার প্রতিবন্ধকতা। যুদ্ধ বিষাক্ত ভাইরাসের মতো ঘুরে বেড়ায় এবং যুদ্ধ করলে পৃথিবীতে ভীষণ একটা অশান্তি নেমে আসে। পৃথিবী যতটা এগিয়ে চলেছে তার থেকে মানুষ অনেক বেশি পিছিয়ে পড়ছে। সমাজবাদী বলুন যুদ্ধবাদী বলুন একটা রক্তচক্ষু রাঙিয়ে যাচ্ছে। মানুষের শক্তির অপব্যবহার করা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। আমরা এমন একটা নতুন ঋতু চাইছি মা দুর্গার কাছে যেখানে সমস্ত পৃথিবী জুড়ে যুদ্ধ থাকবে না, কোন হানাহানি থাকবে না। যেখানে থাকবে শুধু আনন্দ উৎসব। সেই পৃথিবী এমন হবে যেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সেটা ঘেরা নেই। পাসপোর্ট থাকবে না। পাখিরা যেমন ঘুরে বেড়ায় তাদের কোনও পাসপোর্ট থাকে না আমাদের মন্ডপের সামনেও একটা বিশাল বড় ফিনিক্সের মতো ডানামেলা পাখি নির্মাণ করা হচ্ছে"। 

সুরক্ষা নিয়ে সুতপা দেবী জানান, "ভিড় নিয়ন্ত্রণে পিডাব্লিউডি ব্যারিকেড করা থাকে। ট্রাফিক থাকে ওয়ান ওয়ে। এমন ভাবে ব্যারিকেট করা হয় যাতে মাঝপথে কেউ বলে আমার শরীর খারাপ লাগছে তাকে ভেতরে না ঢুকিয়েও আমরা কিন্তু বাইরে দিয়ে বের করিয়ে দিতে পারব। ভেতরে প্রচুর পুলিশ কর্মী থাকছে। আমাদের ভলেন্টিয়াররা থাকে। বাইরে থেকেও আমরা সিকিউরিটি নিই। বাইরে বেরোনোর একাধিক গেট থাকছে। লাইন করে ঢুকতে হবে"।