"জামদানি" শিল্প এবার দমদম পার্ক ভারত চক্রের ভাবনায়! রইল বিস্তারিত

এবার এই ক্লাব কি চমক রাখছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-01 at 4.52.27 PM

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও অনন্য ভাবনা দমদম পার্ক ভারত চক্রের। এবার তারা তুলে ধরবে জামদানি শিল্প। 

chakra1

এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন দমদম পার্ক ভারত চক্র ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং পুজো কনভেনার সন্দীপ ব্যানার্জির সঙ্গে। তিনি জানান থিম নিয়ে বিস্তারিত। সন্দীপ বাবু জানান, "এবছর থিমের থেকেও বড় জিনিস আমরা যেটা উপস্থাপন করছি সেটা হচ্ছে একটা হারিয়ে যাওয়া জিনিস যেটা এখন আবার এগিয়ে আসছে বা উঠে আসছে। সেটা হল জামদানি কাজের উপরে আমরা এই পুজো মন্ডপকে তৈরি করেছি। আমাদে শিল্পী অদিতি চক্রবর্তীর নেতৃত্বে বিশাল একটি টিম নিয়ে আমরা এই কাজটা করছি যেখানে জামদানি শিল্পের উত্থান এবং তার বিশ্বজোড়া জায়গাটা সেটাকে আমরা প্রচারের মাধ্যমে আনতে চাই এবং জামদানি শিল্পীরা যারা আছেন তাদেরকে একটা ছোট্ট ট্রিবিউট আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে এই মণ্ডপের মাধ্যমে। সেটাকে আমরা তুলে ধরেছি বিভিন্নভাবে, বিভিন্ন স্থাপত্যশিল্পকলার কাজকে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেটা রেখেছি। ভেতরে যখন প্রতিমার কাছে যাবেন তখন জামদানি বুনতে যেগুলি দরকার হয় সেগুলোর একটা প্রদর্শনী করা হয়েছে। জামদানি অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস যেটা আজকালকার দিনে শুধুমাত্র শাড়িতে সীমাবদ্ধ নয়। সেটা অনেক পোশাকে ব্যবহার করা হয়। সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। আমাদের দেবী প্রতিমা এবারে একটি বাংলার নারী বা বাংলার একটি ছোট্ট মেয়ের রূপ নিয়ে এসেছে"। 

chakra2

মণ্ডপসজ্জার সমগ্র পরিকল্পনা হচ্ছে শিল্পী অদিতি চক্রবর্তীর। তার সাথে যারা রয়েছেন প্রতিমায় দীপেন মন্ডল, আলোকসজ্জায় শ্রী গোপাল ইলেকট্রিকস। আর সম্পূর্ণ ব্যবস্থাপনায় দমদম পার্ক ভারত চক্র ক্লাব। 

ফায়ার প্রটেকশন সার্ভিস, ইলেকট্রিক্যাল প্রটেকশন সার্ভিস, সরঞ্জাম ব্যবহার করা যেগুলো অদাহ্য এই সমস্ত কিছু থাকছে সুরক্ষার দিক থেকে। আগামীকাল মুখ্যমন্ত্রী করবেন এই পুজোর উদ্বোধন। অন্যদিকে মন্ত্রী সুজিত বসুর হাত ধরে ৫ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন হবে।এবার এই ক্লাব কি চমক রাখছে?

chakra3