/anm-bengali/media/media_files/2025/09/24/whatsapp-image-2025-09-24-2025-09-24-16-20-32.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: এই বছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল। কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকা প্লাবিত থাকায় মণ্ডপ তৈরির কাজ করতে হিমশিম খেয়েছেন উদ্যোক্তারা। সেই মণ্ডপের পথেই শিলাবতী নদীর জলে নৌকায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা প্রতিমা। ঘাটালের নিশ্চিন্দীপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকা খড়গপুর বি টি সি মনসামাতা ক্লাবে।
কেন নৌকোয় করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে? পুজো কমিটির কর্মকর্তাদের দাবি, বন্যায় ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের তৈরি পারাপারের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বর্তমানে নৌকোয় করেই নদী পারাপার হতে হচ্ছে। তাই ঘাটাল থেকে শিলাবতী নদীর জলে নৌকোয় করেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকার ঝুমি পেরিয়ে পুজো মণ্ডপে। ঢাকি নিয়ে প্রথা মেনে এক এক করে সমস্ত প্রতিমা নৌকায় তুলে নদীতেই পাড়ি দিতে দেখা যায় পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ঘটনা কষ্টকর কিন্তু পুজোর মরসুমে এই ছবি চোখা জুড়ানো এবং ভিন্ন বলে মত পুজো উদ্যোক্তা থেকে ঘাটালবাসীর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/24/whatsapp-image-2025-09-24-2025-09-24-16-20-52.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us