/anm-bengali/media/media_files/2024/10/31/yoCm2zBrUDbj55BBButN.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার নিজের বাড়ির মায়ের ভিডিও প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্ৰত্যেক বছর নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইট করে তিনি লিখেছেন, "আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন।
এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন"। দেখুন মমতা ব্যানার্জির বাড়ির মায়ের ভিডিও-
আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার।
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2024
সকলকে জানাই দীপাবলি… pic.twitter.com/U2UpyQwQfO