New Update
/anm-bengali/media/media_files/2024/10/31/4LqMpn2glnHMzMwmRpl3.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে চলছে দীপাবলি উদযাপন। সেই উৎসবে মেতেছেন ভারতীয় সেনারাও।
ভারতীয় সেনাবাহিনীর রোমিও ফোর্সের জওয়ানরা ৮০০০ ফুট উচ্চতায় পীর পাঞ্জাল রেঞ্জের পাহাড়ী এলাকায় তাদের বাড়ি থেকে দূরে দীপাবলি উদযাপন করার সময় ভজন গায়, মিষ্টি বিতরণ করে। সেই ভিডিও মন ছুঁয়ে যাবে আপনারাও। দেখুন ভিডিও-
#WATCH | Poonch, J&K: Jawans of Romeo Force of the Indian Army sing bhajans, distribute sweets and light sparklers as they celebrate #Diwali away from their home, in hilly areas of Pir Panjal Range at an altitude of 8000 feet. pic.twitter.com/13d9Igttsk
— ANI (@ANI) October 30, 2024