বড় কিছুর আশঙ্কা! নিরাপত্তার চাদরে মুড়ল রাজ্য

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভোটমুখী রাজ্যকে।

author-image
SWETA MITRA
New Update
secu tigt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে বিধানসভা ভোট (Chhattisgarh Assembly Elections) হওয়ার কথা রয়েছে। এদিকে ভোটকে কেন্দ্র করে গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোহলা-মানপুর-আম্বাগড়চৌকি (Mohla-Manpur-Ambagarh Chowki)-তেবিধানসভানির্বাচনেরপ্রথমদফারভোটগ্রহণকেসামনেরেখেনিরাপত্তাজোরদারকরাহয়েছে। টহল দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা।   কড়া নিরাপত্তার বিষয়ে জেলা কালেক্টর এস জয়বর্ধন বলেছেন, "আগামীকাল যে ভোট হবে তার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা এটিও নিশ্চিত করেছি যে বিতরণ প্রক্রিয়াটি দুপুর ১২ টার মধ্যে সম্পন্ন হয়েছে কিনা। আমরা এমন কিছু ভোটকেন্দ্রও পরিদর্শন করেছি যেখানে পোলিং দলগুলি পৌঁছেছে।"