/anm-bengali/media/media_files/JHhIWQWCS6qrHeVRJ3NM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার ছত্তিশগড়ের দুর্গ জেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ সময় জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "গোটা রাজ্য বলছে বিজেপি আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম উল্লেখ না করে মোদী বলেন, "দু'দিন আগে রায়পুরে যে টাকা মিলেছে, তা বুকিদের। দুবাইয়ের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা মুখ্যমন্ত্রীর জানানো উচিত।“
দুর্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ছত্তিশগড়ে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে প্রতিটি পয়সার হিসাব নেওয়া হবে। ছত্তিশগড়ের দুর্নীতিগ্রস্ত সরকার একের পর এক কেলেঙ্কারি করে আপনাদের আস্থা ভঙ্গ করেছে। আমি আপনাদের আরও একবার আশ্বস্ত করছি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই ধরনের কেলেঙ্কারির কঠোর তদন্ত করা হবে এবং যারা আপনাকে লুট করেছে তাদের জেলে পাঠানো হবে।“
#WATCH | Chhattisgarh elections | In Durg, PM Modi says, "Action will indeed be taken against those who looted Chhattisgarh. Account for every penny will be taken from them. Chhattisgarh's corrupt government has broken your trust with one scam after the other...I assure you once… pic.twitter.com/m1aupua08T
— ANI (@ANI) November 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us