নিজস্ব সংবাদদাতা: কি হতে চলেছে আজ? এই মুহুর্তে ১৪০ কোটি ভারতীয় বোধহয় সকল ভগবানকে ডাকছেন একসাথে। দেবদেবীর প্রার্থনা তো চলছিলই সকাল থেকে, তবে এখন যেন প্রার্থনার পরিমাণটা বেড়ে গেছে। কেননা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে দুই দলই। জয়ের সম্ভাবনা রয়েছে ৫০/৫০। লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড, লড়াই চালাচ্ছে ভারত। তবে শেষ হাসি হাসবে কে তা বোঝা যাবে আর মাত্র কয়েকটা বল পড়েই। কেননা ভারতের জিততে প্রয়োজন ১৮ বলে ১২ রান।
/anm-bengali/media/media_files/2025/03/09/juUbpE3jyf3qJl40IAG2.jpg)