/anm-bengali/media/media_files/dHfLAOm795d9WB06SvHd.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয়দের আতঙ্কিত করার অভিযোগ এনেছেন। প্রেসিডেন্ট বলেন, মস্কোর বাহিনী ইরানের তৈরি ৩৬টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনে। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ইউক্রেনে জারি হয়েছে সতর্কতা। লাগাতার এই ড্রোন হামলার জেরে বেশ চিন্তায় পড়েছে ইউক্রেনীয় প্রশাসন।
#BREAKING Zelensky says Russia 'terrorising' Ukraine as 36 drones downed pic.twitter.com/gJk9IDJf2N
— AFP News Agency (@AFP) May 25, 2023