/anm-bengali/media/media_files/jmwYdKB2qysYHVwGg5vu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার সিডনিতে এক কমিউনিটি ইভেন্টে যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা শুধুমাত্র ভারত-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের কারণে গড়ে ওঠেনি। আমাদের এই সম্পর্কের আসল শক্তি হল আপনারা । অস্ট্রেলিয়ায় যারা থাকেন তারা সকলেই ভারতীয়। ' উল্লেখ্য, প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আনন্দিত হয়ে ওঠে অস্ট্রেলিয়ার নাগরিকরা।
#WATCH | At the community event in Sydney, Australia, PM Modi says, "Mutual trust and mutual respect have not developed only due to the diplomatic relations of India-Australia. The real reason, the real power is - all of you Indians who live in Australia." pic.twitter.com/C1Sa0Tlrmh
— ANI (@ANI) May 23, 2023