New Update
/anm-bengali/media/media_files/uSNQ8UqeJ3AIUoXpMYhs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ঘূর্ণিঝড় 'মোচা' (Cyclone Mocha) নিয়ে বড়সড় তথ্য দিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি মায়ানমার উপকূলের অনেক কাছাকাছি চলে এসেছে। যার প্রভাবে সেখানকার হাওয়ার গতি বেড়ে গিয়েছে। সেইসঙ্গে আসন্ন এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে মায়ানমারের সিতওয়ের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। ইতিমধ্যে মায়ানমারের (Myanmar) উপকূলবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের সাবধানে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Update - Winds now picking up and blinding rains as #CycloneMocha coming closer and closer to the coast
— Weatherman Shubham (@shubhamtorres09) May 14, 2023
Sittwe , Myanmar pic.twitter.com/TEuNEUZbBg
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us