/anm-bengali/media/post_banners/xmi9RrNcmlVI2Pqg7ktM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন নিয়ে নিন্দা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য দেশগুলো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার নিন্দা জানিয়ে কিয়েভের প্রতি সমর্থন ভোট দিয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর উপর ব্যাপক আক্রমণ নিয়ে সরব হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো।
#BREAKING WHO member states condemn Russian attacks on Ukraine healthcare pic.twitter.com/uzxgQ7ETy5
— AFP News Agency (@AFP) May 24, 2023