Cyclone Mocha : শক্তিবৃদ্ধি! কী অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্য?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। তবে রবিবার বৃষ্টির দেখা যে মিলবেই তেমনটা বলা যাচ্ছে না।

author-image
Pallabi Sanyal
New Update
wewst benagla

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ক্রমে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মোচা।  মায়ানমারে হতে পারে ল্যান্ডফল। তবে, এ রাজ্যে তেমন কোনো প্রভাব না পড়লেও উপকূলবর্তী এলাকার জন্য দুশ্চিন্তা তাও থেকেই যায়। যদিও ইতিমধ্যেই সতর্ক প্রচার থেকে মাইকিং, মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। তবে রবিবার বৃষ্টির দেখা যে মিলবেই তেমনটা বলা যাচ্ছে না। সোমবার থেকে ফের  বদলাবে হাওয়া। জেলায় জেলায় তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি।  তাপমাত্রা পৌঁছতে পারে ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াসে।চরমে উঠবে আদ্রতাজনিত কষ্ট।  এদিক থেকে রক্ষা কলকাতার। শহর ও শহরের নিকটবর্তী অঞ্চলগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এদিকে, ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গই।