New Update
/anm-bengali/media/media_files/2025/01/20/NOETmFCGjBFbQ6ZZKKvj.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক ডক্টর কি মউত! অপরদিকে, সন্তানহারা বাবা-মা। আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে, হুঁ হুঁ করা শূন্য বাবা-মায়ের বুক। ঘটনার ১৬৩ দিন পর আজ সাজা ঘোষণা। ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ বসু দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে।
কী বলছেন নির্যাতিতার বাবা-মা? শুধু সঞ্জয় রায় দোষী মানতে নারাজ তাঁরা। তাঁদের স্পষ্ট কথা, শুধু সঞ্জয় নয়। ঘটনার সঙ্গে যুক্ত আরও অনেকে। সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণার পর তাঁরা অপেক্ষা করবেন বাকি দোষীদের ধরা পড়ার জন্য।
তিনি আরও বলেন, ‘তদন্ত এখনও চলছে। আরও দোষী ধরা পড়বে। কারও হতাশ হওয়ার কিছু নেই।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us